কলকাতা পুলিশ

জরুরি পরিষেবা পেতে বা অনলাইন ডেলিভারির ক্ষেত্রে থাকতে হবে 'ই-পাস', এরূপ ব্যবস্থা করল কলকাতা পুলিশ

জরুরি পরিষেবা পেতে বা অনলাইন ডেলিভারির ক্ষেত্রে থাকতে হবে 'ই-পাস', এরূপ ব্যবস্থা করল কলকাতা পুলিশ
Key Highlights

রাজ্যে লকডাউন জারির পর থেকেই নির্দিষ্ট সময় এর পর বন্ধ হয়ে যাচ্ছে বাজার এবং সমস্ত দোকান। কিন্তু এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময় ছাড়াও বাকি সময় কোনো জরুরি পণ্যের দরকার পড়লে সাধারণ মানুষ কি করবেন? এই সমস্যার সমাধানের একটি পথ বের করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছেন, এই সমস্ত জরুরি পরিষেবা যারা দেবেন তাঁদের কাছে থাকতে হবে 'ই-পাস'। কি ভাবে পাবেন 'ই-পাস'? কলকাতা পুলিশ থেকে শেয়ার করা লিঙ্ক এ ক্লিক করলে একটি ফর্ম পাবেন সেখানে থাকা যাবতীয় তথ্য সঠিক ভাবে পূরণ করলেই নিজের ইমেল এর দ্বারা পেয়ে যাবেন 'ই-পাস' টি। তবে পাসটি নির্দিষ্ট সময় পর্যন্তই কার্যকরী হবে।