করোনা বিধি অমান্য করে পার্ক হোটেলে 'পাউরি'! পুলিশি অভিযানে গ্রেফতার ৩৭ জন
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsকোভিড বিধির তোয়াক্কা না করে শহরের অন্যতম পাঁচতারা হোটেলে চলছে দেদার পার্টি। শনিবার গভীর রাতে পার্ক হোটেলে অভিযান চালায় পুলিশ। জানা যাচ্ছে গোপন সূত্রে পুলিশের কাছে খবর দেওয়া হয় যে ওই হোটেলে মহামারি আইন উলঙ্ঘন করেই চলছে পার্টি এবং এর পাশাপাশি সেখানে অসামাজিক কার্যকলাপও চলছে। খবর পাওয়া মাত্রই কলকাতা পুলিশের একটি দল হানা দেয় হোটেলটিতে। মাস্ক ছাড়া শারীরিক দূরত্ববিধি না মেনেই রীতিমতো DJ আনিয়ে ওই হোটেলে চলছিল নাচ-গান। এরপর ৩৭ জনকে গ্রেফতার করা হয়।