আগামীকাল থেকে খুলে যাচ্ছে জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, সায়েন্স সিটির মতো প্রদর্শনশালা!
Monday, November 9 2020, 7:44 am
Key Highlightsশীতের সময়েই দর্শকদের ভিড় বাড়ে প্রদর্শনশালায়। রাজ্যে পুজোর আগে থিয়েটার, সিনেমা হল, শপিংমল, ইত্যাদি খোলা হয়েছিল। করোনার কারণে সকল দর্শনীয় স্থানের পাশাপাশি বন্ধ হয়ে গেছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, বিড়লা তারামণ্ডল ও ভারতীয় জাদুঘর। আগামীকাল অর্থাৎ ১০ই নভেম্বর থেকে আবার খুলে যাচ্ছে এই জায়গাগুলি। সমস্ত কোভিড গাইডলাইন মেনে সমস্ত দিকে সচেতন থেকে মঙ্গলবার থেকেই আবার দর্শকরা ঘুরতে পারবেন। সংক্রমণ রুখতে অনলাইন টিকিট বুকিং-এর উপরেই জোর দিচ্ছে কর্তৃপক্ষ, তবে অফলাইন টিকিটও মিলবে।