Kolkata Metro | আর ৫টাকা নয়, মেট্রোতে উঠলেই নূন্যতম ভাড়া পড়বে ১৫টাকা! কোন রুটে, কবে থেকে লাগু হবে নিয়ম?
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডরে এই নিয়ম কার্যকর হতে চলেছে।
কলকাতা মেট্রোতে এতদিন মাত্র ৫ টাকায় যাতায়াত করা যেত। কিন্তু এবার মেট্রোয় উঠলেই ন্যূনতম ১৫ টাকা ভাড়া দিতে হবে! কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডরে এই নিয়ম কার্যকর হতে চলেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে যাঁরা মেট্রোয় উঠবেন, তাঁদের ন্যূনতম ভাড়া পড়বে ১৫ টাকা। যদিও সব মেট্রোর ক্ষেত্রে এই নিয়ম নয়। কেবল মাত্র ওই রুটে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতে যে দুটি স্পেশাল পরিষেবা দেওয়া হয় সেই মেট্রোতে উঠলেই নূন্যতম ১৫টাকা দিতে হবে।