শহর কলকাতা

Kolkata Metro | সোমে চলবে কম মেট্রো, লক্ষীপূজোর দিন বিপাকে ব্লু লাইনের অফিসযাত্রীরা

Kolkata Metro | সোমে চলবে কম মেট্রো, লক্ষীপূজোর দিন বিপাকে ব্লু লাইনের অফিসযাত্রীরা
Key Highlights

সাধারণত যেকোনও সোমবার ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) আপ এবং ডাউন লাইন মিলিয়ে ২৭২টি মেট্রো চলাচল করে। কোজাগরী লক্ষ্মীপুজোয় সেই সংখ্যা কমে দাঁড়াবে ২৩৬।

সোমবার লক্ষীপূজোর দিন ব্লু লাইনে ২৭২এর বদলে ২৩৬টি মেট্রো চলবে। ব্লু লাইনের প্রথম মেট্রো: সকাল ৬.৫০ মিনিট: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে। সকাল ৬.৫৪ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।সকাল ৬.৫৫ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে। রাত ৯.২৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে। রাত ৯.৩৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো। রাত ৯.৪৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দমদম শেষ মেট্রো।