Kolkata Metro | দক্ষিণেশ্বর ও কালীঘাটের ভক্তদের কথা মাথায় রেখে স্পেশাল সার্ভিস দেবে কলকাতা মেট্রো
কালীপুজোর দিন ভক্তদের সুবিধার্থে কলকাতা মেট্রো স্পেশাল সার্ভিস দেবে।
দুদিন পরেই কালীপুজো। মা কালীর আরাধনায় মাতবেন সকলে। প্রতি বছরের মতো কালীঘাট ও দক্ষিনেশ্বরের কালী মন্দিরে পুজো দিতে যাবেন ভক্তরা। সেই কারণেই এবার দীপাবলিতে ব্লু লাইনে স্পেশাল সার্ভিস দেবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণেশ্বর ও কালীঘাটের ভক্তদের কথা মাথায় রেখে কালীপুজোর দিন ব্লু লাইনে আটটি স্পেশাল ট্রেন চালাবে কলকাতা মেট্রো। রাত ১০টা থেকে ২০ মিনিট অন্তর অন্তর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ট্রেন চলবে ১০টা, ১০টা ২০ মি, ১০টা ৪০ মি, ১১টা।