রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন, পাল্লা দিতে বুধবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবাও ।
Saturday, November 7 2020, 1:01 pm
Key Highlightsবুধবার রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন ফলে চাপ বাড়তে পারে মেট্রোর উপরে। সে কারণে নিউ নর্মালে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সকাল ও বিকেলে অফিস টাইমে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। লকডাউন ওঠার পর এখনও পর্যন্ত ১৫২টি ট্রেন চালাচ্ছে কলকাতা মেট্রো। ১১ নভেম্বর থেকে তা বাড়তে চলেছে। ২৫ শতাংশ বাড়িয়ে ১৯০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করেছেন, ১১ নভেম্বর থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডরে ২৫ শতাংশ ট্রেন বাড়ছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে ১৫২ থেকে ট্রেন বাড়িয়ে করা হচ্ছে ১৯০।
- Related topics -
- পরিষেবা
- লোকাল ট্রেন
- মেট্রো
- কলকাতা মেট্রো
- কোলকাতা

