Kolkata Metro | সাতসকালে মেট্রো ভোগান্তি অফিসযাত্রীদের, দমদম-শোভাবাজার আপ ও ডাউন লাইনে বন্ধ পরিষেবা
Friday, October 31 2025, 5:24 am
 Key Highlights
Key Highlightsদমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ পরিষেবা। তবে কেন পরিষেবা বন্ধ তা এখনও স্পষ্ট নয়।
শুক্রবার সকালে ফের মেট্রো বিভ্রাট। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছেনা মেট্রো। এদিন সওয়া ৮ টা নাগাদ দমদম স্টেশনে ঘোষণা করা হয় যে, অর্নিবার্য কারণে আপ ও ডাউন লাইনে বন্ধ পরিষেবা। তবে কেন পরিষেবা বন্ধ কর হয়েছে তা জানা যায়নি। এঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠে অফিসযাত্রীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিকভাবে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। মেট্রো কতৃপক্ষ সূত্রে খবর, দমদম-গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
-  Related topics - 
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- দমদম
- গিরিশ পার্ক

 
 