Kolkata Metro | বড়দিনের পরের দিনই সাত সকালে ব্যাহত মেট্রো পরিষেবা! ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরা
Thursday, December 26 2024, 5:14 am

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ব্লু লাইনে বেলগাছিয়া স্টেশনের কাছে যান্ত্রিক সমস্যা দেখা যায় একটি মেট্রোতে।
বড়দিনের পরের দিনই ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবা! বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ব্লু লাইনে বেলগাছিয়া স্টেশনের কাছে যান্ত্রিক সমস্যা দেখা যায় একটি মেট্রোতে। তার জেরে ডাউন লাইনের মেট্রো পরিষেবাও আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছিল। জানা গিয়েছে, কেবল গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। যদিও মিনিট ২০ র মধ্যে পরিষেবা স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। তবে কর্মব্যস্ত দিনে বেশ কিছু অফিসযাত্রী সমস্যা পড়েন।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো কর্তৃপক্ষ