Kolkata Metro | কলকাতা মেট্রোর ব্লু লাইনে টেকনিক্যাল ফল্ট! ব্যাহত কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা!

সপ্তাহের প্রথম কর্মদিনে যান্ত্রিক গোলযোগের জন্য থমকে গেল মেট্রো পরিষেবা।
ফের কলকাতায় মেট্রো বিভ্রাট! সপ্তাহের প্রথম কর্মদিনে যান্ত্রিক গোলযোগের জন্য থমকে গেল মেট্রো পরিষেবা। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে একটার মধ্যে কবি সুভাষ মেট্রো স্টেশনে আপ লাইনে একটি টেকনিক্যাল ফল্ট ধরা পড়ে। সেই কারণে প্রথমে কিছুক্ষণ শুধু ডাউন লাইন দিয়ে পরিষেবা চলছিল। তবে সমস্যা এড়াতে পরে ব্লু লাইনের পরিষেবা ছোট করে দেওয়া হয়। যার ফলে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলেও, কবি সুভাষ থেকে কোনও মেট্রো ছাড়ছে না, সেখানেও মেট্রো যাচ্ছে না।