Kolkata Metro | রবিবার সাতসকালেই পাবেন মেট্রো! জেনে নিন ছুটির দিনের মেট্রো শিডিউল

Friday, December 5 2025, 5:25 am
highlightKey Highlights

জেনে নেওয়া যাক ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের সময়সূচি।


সাধারণত প্রতি রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে অন্যান্য দিনের তুলনায় কিছুটা দেরিতে মেট্রো পরিষেবা শুরু হয়। তবে আগামী রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রোর সময় পরিবর্তন হচ্ছে। ঐদিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে ডাউন এবং আপে ৬৮টি করে মোট ১৩৬টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৯টার পরিবর্তে ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা। রাত সাড়ে ৯টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File