Kolkata Metro | ময়দান মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ যাত্রীর, সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট!

সোমবার বিকেল ৫টা ৫৮ মিনিটে ময়দান মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন এক যাত্রী।
সপ্তাহের প্রথম দিন অফিস থেকে ফেরার সময়ে মেট্রো বিভ্রাট। সোমবার বিকেল ৫টা ৫৮ মিনিটে ময়দান মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে ট্র্যাকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ওই যাত্রীকে উদ্ধারের কাজ শুরু করেন মেট্রোরেল কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে বর্তমানে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলছে। কিন্তু মেট্রোয় করে সরাসরি দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পৌঁছনো সম্ভব হচ্ছে না।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো কর্তৃপক্ষ
