Kolkata Metro | কেটেছে বউবাজার মেট্রোর জট! শীর্ঘই শুরু হবে শিয়ালদহ-এসপ্লেনেড মেট্রো পরিষেবা!

Monday, April 28 2025, 7:42 am
Kolkata Metro | কেটেছে বউবাজার মেট্রোর জট! শীর্ঘই শুরু হবে শিয়ালদহ-এসপ্লেনেড মেট্রো পরিষেবা!
highlightKey Highlights

অবশেষে কাটলো বউবাজার মেট্রোর জট! ফলে শীর্ঘই শুরু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্লেনেড পর্যন্ত মেট্রো পরিষেবা।


অবশেষে কাটলো বউবাজার মেট্রোর জট! ফলে শীর্ঘই শুরু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্লেনেড পর্যন্ত মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, বউবাজারে ঘিরে বারংবার পরিস্থিতি জটিল হওয়ায়, রবিবার ওই অংশেই ২.৪ কিলোমিটার মেট্রো রুট পরিদর্শন করল কমিশনার অফ রেলওয়ে সেফটি। জানা গিয়েছে, পরিদর্শনে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সংযোগের অংশে কোনও রকম ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সেই ভিত্তিতে মেট্রো আধিকারিকদের অনুমান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসপ্লেনেড হয়ে জুড়ে যাবে এই নতুন রুট। যা আবার জুড়বে হাওড়া ময়দানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File