মেট্রো চালুর প্রথম দিনেই দেখা মিললো অসচেতনতার চিত্র, করোনা বিধি অমান্য করছে যাত্রীরা
Friday, July 16 2021, 7:59 am
Key Highlightsকরোনা বিধি শিকেয় উঠলো প্রথম দিনেই। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার থেকে ফের যাত্রা শুরু করে কলকাতা মেট্রো। কিন্তু প্রথম দিনেই অসচেতনতার দৃশ্য ফুটে ওঠে। সমস্ত করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রো খোলার অনুমতি দেওয়া হয় কিন্তু সেই নিয়ম প্রথম দিনেই অমান্য করা হয়। Covid Guidelines না মেনে যাত্রীদের এরূপ অসচেতনতার চূড়ান্ত দৃষ্টান্ত চোখে পড়ল এদিন। ওয়াকিবহাল মহলের দাবি পিক টাইমে দূরত্ব বিধি উলঙ্ঘনের প্রবণতা আরো বাড়তে পারে।
- Related topics -
- পরিবহন
- কলকাতা মেট্রো
- মেট্রো
- কোভিড গাইডলাইন
- করোনা পরিস্থিতি

