Kolkata Metro | নেতাজি মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ যাত্রীর, ব্যাহত ব্লু লাইনের পরিষেবা

শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।
কলকাতা মেট্রো কতৃপক্ষ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৩টে ১০ নাগাদ কুঁদঘাট এলাকায় নেতাজি স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে পাওয়ার ব্লক করে উদ্ধারকার্য শুরু করে কতৃপক্ষ। এই দুর্ঘটনার কারণে ব্লু লাইনের পরিষেবায় ধাক্কা লেগেছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত চলছে আপ ও ডাউন লাইনের মেট্রো চলছে। শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে, আশ্বাস কতৃপক্ষের।
