Kolkata Metro | সোমবার, ছটপুজোর দিন ব্লু লাইন ও গ্রিন লাইনের পরিষেবায় কাটছাঁট, কটায় শেষ মেট্রো? জেনে নিন
Saturday, October 25 2025, 4:26 pm
Key Highlightsব্লু লাইন ও গ্রিন লাইনে সংখ্যায় কম চলবে মেট্রো। তবে গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময়ে বদল আনা হয়েছে।
সোমবার ব্লু লাইন ও গ্রিন লাইনে সংখ্যায় কম চলবে মেট্রো। ব্লু লাইনে ২৭২টির বদলে আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৬টি ট্রেন। অন্য দিকে গ্রিন লাইনে ২২৬টির বদলে চলবে ১৮৬টি ট্রেন। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, সকাল সাড়ে ৬টায় ছাড়বে প্রথম মেট্রো। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ

