Kolkata Metro | আর মিলবে না মধ্যরাতের পরিষেবা, পুজো কাটতেই পুরোনো ছন্দে ফিরছে মেট্রো

সাদামাটা দিনের মতোই আবার ঘড়ির কাঁটা ধরে সকাল থেকে রাত অবধি চলবে মেট্রো। মিলবে না মধ্যরাতের পরিষেবা।
বিজয়া দশমী পেরোতেই শুক্রবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে মেট্রো। মেট্রো কতৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সকাল ৬টা ৫০মিনিট নাগাদ শুরু হবে ব্লু লাইনের প্রথম মেট্রো। যা চলবে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। অপর প্রান্ত থেকে মেট্রো পরিষেবা শুরু হবে ৬টা ৫৪ মিনিট নাগাদ। শহিদ ক্ষুদিরাম থেকে আসবে সরাসরি দক্ষিণেশ্বর পর্যন্ত। দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৬টা ৫৫মিনিট নাগাদ। শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৪ মিনিট পর্যন্ত। গতবছরের মতো এই বছরও তারা একাদশীর দিন ব্লু লাইনে মোট ২৩৬টি ট্রেন চালাবে।