Kolkata Metro | আজ কলকাতা মেট্রোর পার্পল লাইনে ভোগান্তি, ৬২ টি মেট্রোর পরিবর্তে চলবে ৩৮ টি মেট্রো!
Tuesday, June 3 2025, 6:43 am
Key Highlightsআজ মঙ্গলবার, পার্পল লাইনে কম সংখ্যক মেট্রো চলবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ কলকাতা মেট্রোর পার্পল লাইনে মেট্রো পরিষেবায় ভোগান্তি। কিছু প্রযুক্তিগত কারণে আজ মঙ্গলবার, পার্পল লাইনে কম সংখ্যক মেট্রো চলবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এদিন ২৪ মিনিটের বদলে ৪০ মিনিট অন্তর অন্তর মেট্রো মিলবে। এই রুটে আপ ও ডাউনে ১৯ টি মেট্রো চলবে। পার্পল লাইনে অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট লাইনে ৬২ টি মেট্রোর পরিবর্তে আজ চলবে ৩৮ টি মেট্রো। জোকা থেকে শেষ মেট্রো চলবে রাত ৮ টায়। অন্যদিকে, মাঝেরহাট থেকে শেষ মেট্রো চলবে রাত ৮ টা ২০ মিনিটে।

