Kolkata Metro | সম্পূর্ণ ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন! নতুন স্টেশন তৈরী হতে সময় লাগবে প্রায় এক বছর!

পুরোপুরি ওই স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলো মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে আস্ত কবি সুভাষ স্টেশন।
কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনের বেশ কয়েকটি পিলারে ফাটল দেখা দেওয়ার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই স্টেশন। এবার পুরোপুরি ওই স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলো মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে আস্ত স্টেশন। ইতিমধ্যেই এর জন্য ই টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো। ব্যয় হবে মোট ৯ কোটি ৪২ লক্ষ টাকা। আর এই কাজের জন্য নূন্যতম ৯ থেকে ১০ মাস সময় লাগবে। এমনকি এক বছরও পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা। ফলে নতুন করে দীর্ঘ সময়ের জন্য সমস্যায় পড়লেন দক্ষিণ শহরতলীর সাধারণ মানুষ।