Kolkata Metro | ১৪ই জুলাই থেকে বাড়বে মেট্রো সংখ্যা! পরিবর্তন শেষ মেট্রোর সময়সূচিতেও!

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, পার্পল লাইনের মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে।
আগামী ১৪ জুলাই থেকে বদলে যাচ্ছে জোকা থেকে মাঝেরহাটের মেট্রো পরিষেবার সময়সূচি। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, পার্পল লাইনের মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। বর্তমানে ২৪ মিনিট অন্তর মেট্রো চলে। তবে এবার সেই সময় ব্যবধান কমে ২১ মিনিট অন্তর হবে। বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো রেক চলাচল করে। ১৪ জুলাই থেকে সেটা বাড়িয়ে ৭২টি রেক করা হচ্ছে। সকালের সময়সূচিতে বদল না হলেও বদল হয়েছে শেষ মেট্রোর সময়। জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ এবং মাঝেরহাট থেকে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ।