Kolkata metro । কলকাতা মেট্রোয় কর্মী সংকট, রিলে অনশনের পথে মেট্রো রেলওয়ে মেনস ইউনিয়ন
চালক সঙ্কটে কলকাতা মেট্রো, পরিষেবা সামাল দিতে ওভার টাইম করতে হচ্ছে চালকদের। রিলে অনশনের পথে কর্মী ইউনিয়ন!
বাড়ছে কলকাতা মেট্রোর পরিসর তবে নিয়োগ করা হচ্ছেনা নতুন কর্মী। চালক অর্থাৎ মোটরম্যান সঙ্কটে কলকাতা মেট্রো। ২০১০ সালে শেষবার চালক নিয়োগ হয়েছিল। তারপর ১৫ বছর কোনো নতুন কর্মী নিয়োগ হয়নি। পরিষেবা চালু রাখতে ওভারটাইম করছেন বাকি চালকেরা, ভুগছেন মানসিক অবসাদেও। এই মুহূর্তে শুধুমাত্র ব্লু লাইনেই মোটরম্যান ঘাটতি ১৮০। বারবার কতৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে ১৩, ১৪, ১৫ জানুয়ারি বড় আন্দোলনের ডাক কলকাতা মেট্রো রেলওয়ে মোটর মেনস ইউনিয়নের।