Kolkata Metro | বেসরকারি সংস্থার হাতে যেতে পারে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটের মেট্রো! কী বলছে কর্তৃপক্ষ?

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারের উইকলি রিভিউ মিটিংয়ের সার সংক্ষেপ প্রকাশ্যে আসায় তুঙ্গে উঠেছে জল্পনা।
কলকাতা মেট্রোয় বেসরকারিকরণ? কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারের উইকলি রিভিউ মিটিংয়ের সার সংক্ষেপ প্রকাশ্যে আসায় তুঙ্গে উঠেছে জল্পনা। শোনা যাচ্ছে, মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশের রক্ষণাবেক্ষণ ও পরিচালনের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে কোনও বেসরকারি সংস্থার হাতে। সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে, সম্পূর্ণ গ্রিন লাইনের বেসরকারিকরণ নয়, এই লাইনের সিগন্যাল ও টেলিকম বিভাগের কিছু কিছু যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনও বিশেষজ্ঞ বেসরকারি সংস্থাকে দেওয়া হতে পারে।