শহর কলকাতা

Kolkata Metro | ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, সুবিধা ভোগ করবেন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামগামী নিত্যযাত্রীরা

Kolkata Metro | ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, সুবিধা ভোগ করবেন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামগামী নিত্যযাত্রীরা
Key Highlights

বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রোর সংখ্যা বাড়ানো হল।

শুক্রবার কলকাতায় মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জুড়ে গিয়েছে শিয়ালদহ এবং হাওড়া। দমদম থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দর যাওয়ার রুটও উদ্বোধন হয়েছে। এরই মাঝে সুখবর দিলো মেট্রো কতৃপক্ষ। কতৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে বর্তমানে মোট ২৬২ টি ট্রেন চলাচল করে। এবার থেকে মোট ২৮৪ টি মেট্রো চালানো হবে। যাত্রী পরিষেবা অটুট রাখতে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে, জানিয়েছে কতৃপক্ষ।