Kolkata Metro | বর্ষবরণের রাতে অতিরিক্ত মেট্রো চলবে মহানগরীতে! জানুন সময়সূচি

যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল বুধবার ৩১ ডিসেম্বর রাতে ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা চালাবে।
বুধবার ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা চালাবে কলকাতা মেট্রো। ব্লু লাইনে আটটি অতিরিক্ত পরিষেবা (৪টি আপ এবং ৪টি ডাউন) পরিচালনা করবে কতৃপক্ষ। একনজরে এদিনের গোটা সময়সূচি= দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে: রাত ০৯:৪০, ০৯:৫২, ১০:০৫ এবং ১০:১৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে: রাত ০৯:৫৪, ১০:০৪ এবং ১০:১৭ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে: রাত ১০:৩০ মিনিটে। গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে।
