KKR vs RR | ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে দুর্দান্ত জয় পেলো নাইট ব্রিগেড!

দিল্লির পর আবার একটা হাড্ডাহাড্ডি ম্যাচে হার রাজস্থানের। শেষমেষ পচা শামুকে পা কাটেনি রাহানেদের। পরের ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে নাইটরা।
রবির ইডেনে কালবৈশাখীর বদলে ঝড় তুললো আন্দ্রে রাসেল। রাসেলের রানে উড়ে গেলো রাজস্থানের রক্ষণ। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। রহমানুল্লাহ গুরবাজ (৩৫), অজিঙ্ক রাহানে (৩০) এবং অঙ্গকৃষ রঘুবংশী (৪৪) রান পেলেও এদিন ইডেনে ২২ বলে অর্ধশতরান করেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে কেকেআর। পাল্টা ব্যাট করতে নেমে ৭১ রানে পাঁচ উইকেট হারায় রাজস্থান। ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে রাজস্থান রয়্যালস।