KKR vs CSK | ৭ই মের ইডেনে রাহানে বনাম ধোনি ধুন্ধুমার লড়াই! কে কে খেলছেন আজ?

Wednesday, May 7 2025, 5:44 am
highlightKey Highlights

৭ মে (বুধবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫র ৫৭তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ।


চেন্নাই সুপার কিংস (CSK)এর সম্ভাব্য একাদশ: শায়খ রশিদ, আয়ুষ মাত্রে, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডেওয়াল্ড ব্রেভিস, শিভম দুবে, দীপক হুডা, এমএস ধোনি (অধিনায়ক), মাথিশা পাথিরানা, নূর আহমদ, অংশুল কাম্বোজ, খালিল আহমেদ। কলকাতা নাইট রাইডার্স (KKR)এর সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, রহমানউল্লাহ গুরবাজ, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অংকৃশ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, অনুকুল রায়, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File