IPL 2026 Auction | পূরণ হলো রাসেলের শূন্যতা, সর্বকালের রেকর্ড অঙ্কে নাইট শিবিরে ক্যামেরন গ্রিন!

ক্যামেরন গ্রিনকে সর্বকালের রেকর্ড ভেঙে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।
আইপিএল ২০২৬ এর মিনি নিলামে রেকর্ড ভেঙে ক্যামেরন গ্রিনকে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে সর্বকালের রেকর্ড ভেঙে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর। আন্দ্রে রাসেলের অবসরে যে বিরাট শূন্যতা তৈরি হয়েছে, সেটা পূরণ করতে গ্রিনের মতো কাউকেই চাইছিল নাইটরা। কেকেআর এখনও পর্যন্ত কিনেছে ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, তেজস্বী দাহিয়া, ফিন অ্যালেন, প্রশান্ত সোলাঙ্কি ও কার্তিক ত্যাগী। তাদের হাতে এখনও রয়েছে ১৫.৫০ কোটি টাকা।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- কেকেআর
- কলকাতা নাইট রাইডার্স
- আইপিএল 2026
- আইপিএল
