ফিল্মি কায়দায় শহরে ট্যাক্সিতে তুলে ওয়েব ডিজাইনারকে ‘অপহরণ’, আদায় করে মুক্তিপণ
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsশুক্রবার ভোর পাঁচটা। কাজ সেরে সল্টলেক থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিলজলার এক যুবক। পেশায় ওয়েব ডিজাইনার। পার্ক সার্কাস কানেক্টরের সামনে শীতের ভোরে রাস্তা প্রায় সুনসান। আচমকাই পিছন থেকে তাঁর বাইকে ধাক্কা মারে একটি ট্যাক্সি। কিছু বুঝে ওঠার আগেই রাস্তা আটকে দাঁড়ায় ওই ট্যাক্সি। এরপর যা হল, তা কল্পনার বাইরে। জোর করে বাইক থেকে নামিয়ে ওই যুবককে ট্যাক্সিতে তুলে নেয় কয়েকজন। কিছু বোঝার আগেই ট্যাক্সির আরোহী চার দুষ্কৃতী তাঁর শরীরে ছুরি ও রিভলভার ঠেকিয়ে ধরে। তাঁকে নিয়ে বিভিন্ন রাস্তায় ট্যাক্সি নেয়ে ঘুরতে থাকে দুষ্কৃতীরা। কেড়ে নেওয়া হয় সঙ্গে থাকা নগদ ২১ হাজার টাকা। অত্যাচারের এখানেই শেষ নয়।
- Related topics -
- রাজ্য
- অপহরণ
- পুলিশ
- শহর কলকাতা

