Women's Safety Index | মহিলা নিরাপত্তায় নিম্নগামী কলকাতা, নিরাপত্তার শীর্ষে মুম্বই-বিশাখাপত্তনম-ভুবনেশ্বর-গ্যাংটক!

Thursday, August 28 2025, 4:19 pm
highlightKey Highlights

বিস্ফোরক তথ্য উঠে এসেছে ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইনডেক্স অন উওমেন্স সেফটি ২০২৫-এর রিপোর্টে।


সম্প্রতি ভারতে ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইনডেক্স অন উওমেন্স সেফটি ২০২৫এর রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে ৩১টি শহরের ১২,৭৭০ জন মহিলার ৪০ শতাংশ মহিলা জানিয়েছেন ভারতের শহরাঞ্চলে নিরাপত্তার অভাববোধ করেন তাঁরা। রিপোর্টে মহিলাদের জন্য সবচেয়ে কম নিরাপদ শহর হিসেবে তুলে ধরা হয়েছে কলকাতা, দিল্লি, পাটনা, জয়পুর, ফরিদাবাদ, শ্রীনগর ও রাঁচিকে। অন্যদিকে, মহিলাদের জন্যে নিরাপদতম শহরগুলির তালিকায় নাম রয়েছে কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর ও মুম্বইয়ের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File