KIFF 2025 | রাত পোহালেই শহরে 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', ঋত্বিক ঘটককে নিয়ে বিশেষ পরিকল্পনা আয়োজকদের

চলতি বছর জন্মশতবর্ষ উপলক্ষে ঋত্বিক ঘটককে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে চলেছে ‘কিফ’ (কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব)।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৬ নভেম্বর ধন্যধান্য স্টেডিয়ামে একসপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’। এবছর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে পরিচালককে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে চলেছে ‘কিফ’ (কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব)। শুক্রবার, ৭ তারিখ থেকে ১৩ তারিখ অবধি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ঋত্বিক ঘটকের ৬টি ছবির পুনরুদ্ধারকৃত সংস্করণ।
