কাটছাঁট হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, হলের সংখ্যাও কমছে।

Wednesday, December 30 2020, 10:29 am
কাটছাঁট হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, হলের সংখ্যাও কমছে।
highlightKey Highlights

করোনা আতিমারীর কথা মাথায় রেখে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়াল। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তারকাদের উপস্থিতিতে চেনা আড়ম্বর এবার দেখা যাবে না। এ বছর নভেম্বরে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা থাকলেও, করোনার কারণে তা পিছিয়ে ২০২১-এর জানুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, করোনা পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উৎসবে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও উৎসব কর্তৃপক্ষ। ৮ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File