রাজ্য টেট নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে, জারি হল স্থগিতাদেশ

Wednesday, June 30 2021, 8:25 am
highlightKey Highlights

আইনি টানাপড়েনের জেরে বিগত কয়েক বছর ধরে রাজ্যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ আটকে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছেন চলতি বছরে দুর্গা পুজোর আগেই ১৪ হাজার ৩৩৯ পদে নিয়োগ করা হবে। সেই অনুযায়ী, গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়েছিল। কিন্তু আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘নিয়ম অনুযায়ী নিয়োগ করা হচ্ছে না। বেশি নম্বর পেয়েও অনেকে ইন্টারভিউর ডাক পাচ্ছেন না।’ এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৯ই জুলাই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File