আগামীকাল লোকাল চালুর আগেই আজ রাজ্যকে ট্রেন "চালানো-না চালানো" নিয়ে হাই কোর্টের নির্দেশ !
Tuesday, November 10 2020, 10:01 am
Key Highlightsকরোনা পরিস্থিতির জন্য দীর্ঘপ্রায় ৮ মাস পর আগামীকাল থেকে চলবে লোকাল ট্রেন । দু'দফায় SOP জারি করা হয়েছে, সব বড় স্টেশনে একজন নোডাল অফিসার নিয়োগ করা, প্ল্যাটফর্ম ও রেলের কামরায় হকার ও ভেন্ডারদের নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে। করোনার বিরুদ্ধে লড়ার জন্য লোকাল চলার আগের দিন অর্থাৎ আজ হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রাজ্যকে জানান, "জগদ্ধাত্রী পুজোই হোক বা কালী পুজো, যেসব জায়গায় প্রচুর লোকের জনসমাগম হয়, ওই দিনগুলো সেইসব জায়গায় যেন লোকাল ট্রেন না চালানো হয়। তবে এই বিষয়ে রাজ্য সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিক।" কালকের পর পরিস্থিতি কি দাঁড়াবে সেই নিয়ে প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন।
- Related topics -
- রেলওয়ে
- পরিবহন
- রাজ্য
- লোকাল ট্রেন
- হাইকোর্ট
- করোনা ভাইরাস

