খেলাধুলা

Chessboxing Championship | চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে জয় কলকাতার মেয়ের! সোনা ও এশিয়ান টাইটেল বেল্ট জিতলেন খুশি লাকরা!

Chessboxing Championship | চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে জয় কলকাতার মেয়ের! সোনা ও এশিয়ান টাইটেল বেল্ট  জিতলেন খুশি লাকরা!
Key Highlights

খুশি লাকরা মেয়েদের ৭৫ কেজি বিভাগে খুশি লাকরা সোনা ও এশিয়ান টাইটেল বেল্ট জেতেন।

বিশ্বমঞ্চে ফের সাফল্য ভারতের। কলকাতার বেহালায় এপি রায় ইন্সটিটিউট হলে আয়োজিত হয়েছিল চেসবক্সিং চ্যাম্পিয়নশিপ। সেখানে সোনা জিতেছেন খুশি লাকরা। স্বর্ণ পদকের পাশাপাশি এশিয়ান টাইটেলও জেতেন তিনি। মেয়েদের ৭৫ কেজি বিভাগে খুশি লাকরা সোনা ও এশিয়ান টাইটেল বেল্ট জেতেন। পশ্চিমবঙ্গে জন্ম ও বড় হওয়া খুশি লাকরা বিশ্ব চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ২০২২ সালে রুপো, ২০২৩ ও ২০২৪ সালে ব্রোঞ্জ জেতেন। তিনি আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর সার্বিয়াতে ওয়ার্ল্ড চেসবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন।