Kolkata Flood | জলমগ্ন কলকাতায় বন্ধ একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, বন্ধ চক্র রেল

জলমগ্ন কলকাতায় বাতিল একাধিক লোকাল ট্রেন। আপ হাজারদুয়ারি এক্সপ্রেস আজকের জন্য বাতিল। শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল।
জলমগ্ন কলকাতায় বাতিল একাধিক লোকাল ট্রেন। আপ হাজারদুয়ারি এক্সপ্রেস আজকের জন্য বাতিল। শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ চিৎপুর ইয়ার্ড ও লাইনে জল জমে যাওয়ায় চক্ররেল বন্ধ। হাওড়া ডিভিশনে ব্যাহত রেল পরিষেবা। হাওড়া থেকে পুরী, এনজেপি যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশন ছাড়তে পারেনি। হাওড়া রাঁচি শতাব্দী, গণদেবতা, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়েনি। হাওড়া থেকে মশাগ্রাম, ব্যান্ডেল, তারকেশ্বর, হরিপালগামী একাধিক লোকাল ট্রেন বাতিল।