অর্থাভাবে বন্ধ কলকাতার আতশবাজি মেলা, এমনটাই জানালো পশ্চিমবঙ্গ আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

কলকাতার আতশবাজি মেলা বন্ধ হয়ে গেল অর্থের অভাবে। শনিবার পশ্চিমবঙ্গ আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন এই মেলা বন্ধের ব্যাপারে। মেলা বন্ধের কারণ হিসেবে তিনি বিপুল অর্থ খরচের কথাই উল্লেখ করেছেন। এই মেলা প্রথম শুরু হয়েছিল ১৯৯৮ সালে তারপর থেকেই দেওয়ালির সাত দিন আগে কলকাতার শহিদ মিনার ময়দানে বসত আতশবাজি মেলার আসর। গত বছর করোনা সংক্রমণের জেরে প্রথমে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীকালে আতশবাজি উন্নয়ন সমিতি প্রতিরক্ষা মন্ত্রকের থেকে মেলা করার অনুমতি পায়। করোনা বিধি মেনেই গতবছর ৩০টি স্টল নিয়ে মেলা হয়েছিল। কিন্তু এ বছর বিপুল খরচের কারণে আতশবাজি ব্যবসায়ীরা এই মেলার আয়োজন করতে পারছেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File