Kolkata Fire | শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বললো বড়বাজারের রাসায়নিক দোকান

Thursday, January 15 2026, 2:22 pm
Kolkata Fire | শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বললো বড়বাজারের রাসায়নিক দোকান
highlightKey Highlights

বনফিল্ড রোডের কাছে একটি দোকানে আগুন লাগে। সেটি রাসায়নিক সামগ্রীর দোকান বলে সূত্রের খবর।


বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভর দুপুরে বড়বাজারের বনফিল্ড লেনে একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বড়বাজার এলাকার এই অংশ অত্যন্ত ঘিঞ্জি। রাসায়নিকের গুদাম হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল সংলগ্ন দোকান এবং বাড়িগুলোতেও। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় ফের নিরাপত্তার ওপর প্রশ্ন উঠে গেলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File