শহর কলকাতা

Entally | এন্টালিতে পরিত্যক্ত বিল্ডিং ভেঙে মৃত্যু! প্রাণ হারালেন দুই ভাই

Entally | এন্টালিতে পরিত্যক্ত বিল্ডিং ভেঙে মৃত্যু! প্রাণ হারালেন দুই ভাই
Key Highlights

এন্টালিতে একটি পুরনো বিল্ডিং ভেঙে মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের নাম সাজিদুর রহমান ও মুজিবুর রহমান।

কলকাতার পরিত্যক্ত বাড়ি ভেঙে মৃত্যু! জানা গিয়েছে, এন্টালিতে একটি পুরনো বিল্ডিং ভেঙে মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের নাম সাজিদুর রহমান ও মুজিবুর রহমান। তাঁরা সম্পর্কে দুই ভাই। দুর্ঘটনার পরই ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে সাজিদুর ওই বিল্ডিংয়ের কেয়ার টেকার ছিলেন। তাঁদের বাড়ি তপসিয়ায়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিংটি অনেকদিন ধরে বন্ধ ছিল। যদিও সোমবার থেকে ভাঙার কাজ শুরু হওয়ার কথা ছিল।