একুশে নির্বাচনে BJP প্রার্থী পায়েল সরকারের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Saturday, April 10 2021, 1:12 pm
একুশে নির্বাচনে BJP প্রার্থী পায়েল সরকারের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
highlightKey Highlights

চতুর্থ দফার ভোট ঘিরে উত্তেজনা ছড়াল বেহালা পূর্ব কেন্দ্রেও। BJP প্রার্থী পায়েল সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। হরিদেবপুরের হসপিটল মোড়ে পায়েলের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলার সময় গাড়িতেই ছিলেন পায়েল। তবে, তিনি অক্ষতই রয়েছেন।হামলার পর অভিনেত্রী বলেন, 'কাচ ভাঙার আওয়াজ পেয়ে পিছনে তাকাই। তখন বুঝতে পারি যে কেউ হামলা চালিয়েছে। এরকম ঘটনা গতকাল থেকেই ঘটছে। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। তবে দেখিনি কারা বাইকে ছিল। আমরা অভিযোগ জানাব'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File