Super Cup Derby | সুপার কাপের কলকাতা ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, একনজরে দুই দলের প্রথম একাদশ

Friday, October 31 2025, 1:42 pm
highlightKey Highlights

সুপার কাপে ফের কলকাতা ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলে খেলবেন কারা কারা?


ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন গোলকিপার প্রভসুখন সিং গিল, ডিফেন্ডার আনোয়ার আলি, কেভিন সিবিলে, মহম্মদ রাকিপ ও জয় গুপ্তা, মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা, নাওরেম মহেশ সিং, সল ক্রেসপো, বিপীন সিং ও মহম্মদ বাসিম রসিশ, স্ট্রাইকার হামিদ আহাদাদ। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন গোলকিপার বিশাল কাইথ, ডিফেন্ডার টমাস মাইকেল আলড্রেড, আলবার্তো রডরিগেজ মার্টিন, মেহতাব সিং ও শুভাশিস বসু, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আবদুল সামাদ ও আপুইয়া, স্ট্রাইকার জেমি ম্যাকলারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File