Dakhineswar Metro Murder | ভরসন্ধ্যায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়াকে কুপিয়ে খুন! বিধ্বস্ত পরিবার

Friday, September 12 2025, 2:24 pm
highlightKey Highlights

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক স্কুল পড়ুয়াকে কুপিয়ে খুন করলো ছাত্রদেরই একটি দল।


কলকাতায় মেট্রোয় পড়ুয়াকে কুপিয়ে খুন! শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারের সামনে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে একদল স্কুল পড়ুয়া মেট্রো থেকে নেমে দক্ষিণেশ্বর স্টেশনের ৮,৬,৭ টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়ায়। আচমকা তাঁদের মধ্যে বচসা শুরু হয়। বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছলে এক পড়ুয়া অন্য এক পড়ুয়ার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। দ্রুত আহত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত পড়ুয়া মনজিত যাদব বাগবাজার হাই স্কুলের পড়ুয়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File