মেডিক্যাল কলেজে হূলস্থূল কাণ্ড! করোনা আক্রান্ত এক রোগী হাসপাতালের কার্নিশে উঠে পরে
Thursday, December 21 2023, 2:26 pm

মঙ্গলবার ভোরে হাসপাতাল থেকে পালিয়ে যাবার উদ্দেশ্যে এক করোনা রোগী মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার কার্নিশে উঠে পরেন। রোগীর এহেন কার্যকলাপে হইচই পড়ে যায় কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। অবশেষে ঘটনাটি জানানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শেষমেশ প্রায় দু ঘন্টার চেষ্টার পর বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাঁকে দড়ি দিয়ে বেঁধে কার্নিশ থেকে নামিয়ে আনেন। কিন্তু সবার নজর এড়িয়ে এক জন করোনা রোগী কী ভাবে কার্নিশে পৌঁছলেন, তা নিয়ে অনুসন্ধান শুরু করেছেন মেডিক্যাল কর্তৃপক্ষ।
- Related topics -
- রাজ্য
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- কোভিড ১৯
- দমকল
- শহর কলকাতা