করোনায় আক্রান্ত হয়েছেন পূর্ব রেলের বেশ কয়েকজন কর্মী, শনিবার বন্ধ ২৫ টি লোকাল

Saturday, April 17 2021, 4:35 am
করোনায় আক্রান্ত হয়েছেন পূর্ব রেলের বেশ কয়েকজন কর্মী, শনিবার বন্ধ ২৫ টি লোকাল
highlightKey Highlights

করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড এবং সামনের সারির কর্মী গত কয়েক দিনে আক্রান্ত। একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা-আক্রান্ত হয়ে পড়ায় লোকাল ট্রেন পরিষেবায় প্রভাব পড়েছে। গার্ডের অভাবে শুক্রবার ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬টি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ বিভাগ জানাচ্ছে, আজ শনিবারও ট্রেনগুলি বাতিল থাকবে। পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ ও আসানসোল ডিভিশনের কর্মীরা জানাচ্ছেন মোটরম্যান, গার্ড ও অন্য সামনের সারির কর্মী মিলিয়ে শুক্রবার বিকাল পর্যন্ত হাওড়া ডিভিশনের ৩৪ জন, শিয়ালদহ ডিভিশনের ৩৬ জন করোনায় আক্রান্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File