পরিবহনবাড়ছে না বাস ভাড়া, সরকারের অনড় অবস্থানে পুরনো ভাড়াতেই বাস চালাবার সিদ্ধান্ত বাস মালিকদের
গত ১ জুলাই থেকে রাজ্য সরকার ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছিল। অন্যদিকে জ্বালানি পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব ছিল না চালকদের ক্ষেত্রে তাই ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাসমালিকদের এক বৈঠকের আয়োজন করা হয় সোমবার। এই বৈঠকে বাসমালিকরা ন্যূনতম ভাড়া ১০ টাকা করার দাবি জানালেও তাতে রাজি হননি পরিবহণমন্ত্রী।সরকারের তরফে জানানো হয়েছে অক্টোবর পর্যন্ত আপাতত ভাড়াবৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।