Beckbagan Fire | কলকাতার বহুতলে আগুন! পুড়ে ছাই একের পর এক AC মেশিন! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন!
Saturday, May 17 2025, 10:42 am
Key Highlightsবেকবাগানের কাছে, এজেসি বোস ফ্লাইওভারের সামনে একটি বহুতলে আগুন লেগেছে বলে খবর। জানা গিয়েছে, ওই বহুতলের পাঁচ তলায় বাইরের দিকে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
ফের কলকাতায় আগুন! বেকবাগানের কাছে, এজেসি বোস ফ্লাইওভারের সামনে একটি বহুতলে আগুন লেগেছে বলে খবর। জানা গিয়েছে, ওই বহুতলের পাঁচ তলায় বাইরের দিকে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, পুড়ে ছাই হয়ে গিয়েছে একের পর এক AC মেশিন। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এক দিকে নীচ থেকে দমকলের কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অন্যদিকে, উড়ালপুল থেকেও পাইপের মাধ্যমে অনবরত জল দেওয়া শুরু হয়। যে বহুতলে আগুন লেগেছে, এটি একটি কমার্শিয়াল বিল্ডিং, বহু অফিস রয়েছে সেখানে।
- Related topics -
- শহর কলকাতা
- অগ্নিকান্ড
- দমকল

