আবহাওয়া

দক্ষিণবঙ্গে ফের বাড়বে প্রবল বৃষ্টি, উপকূলীয় জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দক্ষিণবঙ্গে ফের বাড়বে প্রবল বৃষ্টি, উপকূলীয় জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Key Highlights

শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলীয় জেলাগুলোতে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূ্র্বাভাসও রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ৷ আবহাওয়া দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে৷ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।এই ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে। এটি ক্রমশ দক্ষিণ ও পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এটি অবস্থান করবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলে।