দক্ষিণবঙ্গে ফের বাড়বে প্রবল বৃষ্টি, উপকূলীয় জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Friday, September 17 2021, 2:47 pm
highlightKey Highlights

শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলীয় জেলাগুলোতে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূ্র্বাভাসও রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ৷ আবহাওয়া দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে৷ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।এই ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে। এটি ক্রমশ দক্ষিণ ও পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এটি অবস্থান করবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File