Kolkata Airport | কলকাতা বিমানবন্দরে হাইএলার্ট! মাঝ আকাশে বিমান হাইজ্যাক ও বিমানে হাইড্রোজেন বোমা রাখার হুমকি

Monday, October 21 2024, 10:11 am
Kolkata Airport | কলকাতা বিমানবন্দরে হাইএলার্ট! মাঝ আকাশে বিমান হাইজ্যাক ও বিমানে হাইড্রোজেন বোমা রাখার হুমকি
highlightKey Highlights

মাঝ আকাশে বিমান হাইজ্যাক ও বিমানে হাইড্রোজেন বোমা রাখার হুমকি ফোন আসে কলকাতা বিমানবন্দরে।


ফের কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি! সকাল ১১টা নাগাদ, কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিংয়ের পোর্টালের ল্যান্ড লাইনে মাঝ আকাশে বিমান হাইজ্যাক ও বিমানে হাইড্রোজেন বোমা রাখার হুমকি ফোন আসে। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া শুরু হয়। বিমানবন্দরে জারি করা হয় হাইএলার্ট। বিমানবন্দর কর্তৃপক্ষ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক শুরু হয়। পরে এয়ারপোর্ট অথরিটি লিখিতভাবে অভিযোগ জানায় নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File