মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে লড়বেন সিপিএমের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস
Wednesday, September 8 2021, 4:04 pm
Key Highlightsভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বামেদের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন শ্রীজীব বিশ্বাস। বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রেরই বাসিন্দা শ্রীজীবের নাম। ৩১ বছরের শ্রীজীব বিশ্বাস পেশায় একজন আইনজীবী। ছাত্রাবস্থা থেকেই তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান ভবানীপুর কেন্দ্রে বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বে, তারপরই বুধবার সিপিএম প্রার্থী হিসেবে শ্রীজীবের নাম চূড়ান্ত হয়।