আরও একবার! পদত্যাগ করলেন সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তৃণমূলের কবিরুল ইসলাম
Thursday, December 21 2023, 2:56 pm
Key Highlightsসামনেই ভোট, আর তার আগে তৃণমূল নেতাদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গেছে। একের পর এক ইস্তফায় উদ্বেগ বাড়ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এবার দল থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম। তিনি ইতিমধ্যেই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, বরাবরই শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত ছিলেন তিনি। কবিরুল ইস্তফা দেওয়ার পর জানিয়েছেন, 'আগামী দিনে আমি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে থাকব।' আজ শুক্রবার সন্ধেয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে একটি জরুরি বৈঠক ডেকেছেন।